এক হয় দাপটে-
বাঘ বকরা জল খায় এক ঘাটে ,
আর এক হয় বন্দিতে নোটে !
ধনী গরীব এক কাতারে সময় কাটে ৷
এ যে সমাজ বাদের লক্ষণ !
জানি না টিকবে কতক্ষণ ?


এক স্বনাম ধন্যা নেত্রী মহজ-
সমাজ বাদ আনিতে সহজ ,
ব্যাঙ্ক করে রাষ্ট্রীয়করণ ;
এখনো মোরা আদরে করি স্মরণ ৷
এখন আবার তা’ হবে নিজি-
এবার হুকুম জারি করিবে কাজী !
কানা-ফুসিতে ঘোরে খবর,
ওরা চালাবে পুঃন বিনিবেশ দপ্তর !


ভুল-ভুলাইয়ার পথে -
চলিতে থাক সাথে ,
মন্দির মসজিদ রাখ মাথে ;
মরিবে না আর ভাতে !!!
(ইং-03-12-2016)