এক সুনাম ধন্য জাদুগর ,
দেখায় তার কারনামা অতি চমৎকার !
ধরে উপুড় করে, এক ভাঙা হাঁড়ি-
বৃষ্টি যেন মঞ্চোপর, টাকার ছড়াছড়ি !
বলে, দেখিছ এই না ! কালো টাকার গাদা ?
মন্ত্রে আমি করে দিব- একদম সাদা !


এক সাহসী দর্শক উঠে বলে ,
সব নোট সত্যি- সাদা হলে -
কত না সুখ এবার তোমার কপালে !
উল্লাসে জাদুগর যায় অমনি গলে ৷


-ঘৃত মধু দুধ পড়ে মুখে ,
থাক তুমি চির সুখে-
কেন আসে না মাথায় ?
এবার শোন টাকা ! কোথায় যায় ৷


প্রথম চার আনা- হবে অস্ত্র কেনা-
কেন প্রচুর কেনা ? তা’ সবার জানা !
দ্বিতীয় চার- শোধাবো ভোটের উধার -
তৃতীয় চার- বাঁশ বনে বেড়া দেব জোরদার !


জনতা কহে- প্রভু হে ,
এ কাজটা মরমে না সহে ,  
বাঁশ যে বেজায় উঁচু -
কেন খরচা বাড়াও মিছু-মিছু ?


--না-? ঐ পর পারের গরু -
তারা সাবাড়ে ঘাস পাতা আর তরু ;
তারা, নিত্য নব ফন্দি করে শুরু !
তাইতো, বাঁধিব প্রাচীর উঁচু আর পুরু !


প্রতিমাসে ওটা অবশ্য ভাঙিবে-
বাজেটে সেই খাতে খরচা বাড়িবে !
এটাই ব্যয়েতে ঠিক - দেশমঙ্গল দিক ;
বাকি চারে- বেড়াব ঘুরে দিগ বিদিক ৷
আগে প্রশ্ন করা মানা-
কোন জবাব আর, পাবে না- না-- না!!!
(ইং-০৫-১২-২০১৬)
(পাকিস্তান সীমানায় প্রাচীর দেওয়ার কথা উঠেছে)