যে পার করেনি নহর -
তাকে বলে, পার হ,- প্রশান্ত মহাসাগর !
যার নেই কানা কড়ি-
বলে, সস্তা সোনা কেন, ভরি-ভরি ৷
যার নেই কুটো-গাছ-
সে পারে কী খেতে, ভাত-মাছ ?
স্বাদে পায় না লাউ-
বলে,খাস না কেন, পোলাউ ?


গরীব দেয় ভোট-
সে কী চেনে সুপ্রিম কোর্ট !!
যার পেটে নাই ভাত -
কেমনে যাবে আদালত ৷
যে ভয় পায়, পঞ্চায়েত-
থানায় কী করে হবে, জমায়েত !


তবু বিজ্ঞ শাসক বলে কথা -
কোন চাষী যায় নাই অযথা ;
কেস নাই কোন কোটে -
নোট বন্দিতে যায়নি চটে !
তারা অখুস নয় মোটে ৷
বন্দ রেখেছে চিরতরে ঠোঁট-
এখনো যায়নি সুপ্রিম কোর্ট !


থালায়-থালায় বাড়া ক্ষীর -
বকেরা খাক ধীর-স্থির !
বাহ ! বাহ!! বা…!
জনতাকে ভেব না হাবা !!!


(ইং-০৬-১২-২০১৬)
এখানে থালায় থালায় >এ টি এম মেশিন.
বাড়া ক্ষীর >শূন্য টাকার ব্যবস্থা.