এক যে সরল শিশু-
সে বোঝে না বিশেষ কিচ্ছু ;
তবে তার দয়া অসীম-
আচার-ব্যবহার অলগ অপ্রতিম।


দেখে তার বাবা মাছ ধরে-
সব মাছ রাখে খারায় পুরে ,
বিনা জলে মাছেরা করে ছটফট-
তারা পারে না বাঁচিতে অকপট !


শিশু জানিত মাছ বাঁচে জলে -
তাই খারার ভিতর জল ঢালে ,
যতো-যতো ঢালে জল -
পড়ে যায় ভেসে অনর্গল !
তবু সে করে না হায়হায়  ,
তারে শুধু একাজে ভাবায় !


দেখে ক’টা ছোট্ট ছিদ্র-
হয়ে সে অতীব ভদ্র -
সযতনে বন্দ করে ফুটোটা ,
তবুও জল বয়ে যায় গোটা !


পুঃন অপর ছিদ্র করে বন্দ-
তবুও উপায় সাধে মন্দ ,
এভাবে ঢালে জল আর জল !
ফুটো দিয়ে চলে যায় হয়ে সরল ৷
ভাবে ,এ কেমন করে হল ?
মাছ বুঝি মরে গেল !


শেষে হয় না আর মাছের বাঁচা-
তবু কাজ করে যায় ছোট্ট বাচ্চা ৷
একটা উপায় নোট বন্দি ,
বাকিটা কেন ত্যাগ ! কার জন্যি ???


(ইং-০৭-১২-২০১৬)
দ্রষ্টব্য-এখানে খারা > গোটা শাসন ব্যবস্থা ৷
          ছিদ্র > দুর্নীতির অসংখ্য অবস্থান ৷
          মাছ > বেচারা জনতা ৷
          জল ঢালা > আদর্শ ব্যবস্থা দেওয়া ৷
সযতনে বন্দ করে ফুটোটা > নোট বন্দি -একটা উপায় ,
তবে-তার ভবিষ্যৎ !!!........