একদা এক সদভাবনা মহাপরায়ণা,
জনতরে বাড়ায় বিচার ধারণা -
তোমরা কেন হও আনমনা ?
দৌড় বাজীর নানা ধরণ আছে জানা !


ধরো, এক হাতি আর নেউল -
দৌড়ে দু’টোরে দেব তুল ,
ময়দানে যাতে না পারে ভাগিতে -
উভয়ের পা, একদড়ি দিয়ে হবে বাঁধিতে ৷


এবার শুরু করো দৌড় আর দৌড় ,
ক্যাস শূণ্য লেন দেন -
ডিজিটল, অতি গতি ট্রেন-
সজোরে জী-ভরে চলো হুড়-মুড় !


এভাবে মহান মাননীয় -
দায় সারে তার করণীয় ,
জারি হল তার সমন –
নোট বন্দি করণ !


এখানে নকুলের দুর্গতি -
উপর, হাতির উপহার- লাথি !
মহা কালোবাজারী রুখিতে ,
বলে,-একটু যাতনা হবে তো সহিতে !


তাল গাছের শেষ আড়াই হাত -
ততক্ষণ পেটে থাকিলে হয় ভাত ?
গরীব, এমনিতে প্রায় আধমরা-
উপরে মারিলে এক ঘা-আবার খাঁড়া !
যেমন তরমুজে চাকু মারা ;
বা, চাকুতে তরমুজ পড়া ৷
কাটে তো তরমুজ---গরীব !!
এখানে ও হয় বুঝি ? করিব ! করিব !!......
(ইং-০৭-১২-২০১৬)