হে, আমার ভগ্নী, ভ্রাতা -
বন্ধু, সখা ও সমস্ত মাতা ,
করুণ নিবেদন জানাই হেথা -
মেনে নিও এ- নিছক কথা ৷
আমি পড়ে ছিলাম ঘূর্ণী জলে !
বড়ো কষ্টে প্রাণটা মেলে -
চৌদ্দ পুরুষের কত না আশীর্বাদ ,
তাই, পুঃন হই আবার আবাদ !
সবাইকে রহিল মোর সাধুবাদ ,
সাথে নিও অজস্র ধন্যবাদ ৷


লেখায় “নোট বন্দি” হেথায় -
যাতনা কতো না মনের খাতায় !
আস্থার দোহাই ! চাইনি ভাই-
ও মোর আপন সবাই, ক্ষমো তাই ৷
আমি বুড়ো, মুঠোয় লাঠি –
আনাচে কানাচে একটু হাঁটি-
আলসের যম অকাজের ঢেঁকি-
পরের হাঁড়ি ক্ষণিক ঝাঁকি !
তব মূল্যবান সময় করেছি মাটি –
তুল না যেন পায়ের চটি-
নিও না কেড়ে দু’খানা রুটি ৷


এবার কপাট লাগাও মনোদ্বারে -
মনকে ভাবনা বিহীন করো তারে-
হবে না আর - কড়া নাড়া ,
তবু চলুক মিলন ধারা ৷
এবার ছাড়ি হাঁপ !
মোরে করিও মাপ ৷
নোট বন্দিতে থাকি মেতে -
বাঁচি, রাজরোষে যেতে-যেতে !


তবু ,স্বভাবে উড়িব ছেঁড়া কাঁথা -
আবার ঐ, ফষ্টি-নষ্টি যথা -
পেয় না ভাই মনেতে ব্যথা ,
সবই নিও- মেনে বৃথা ৷
সুখে থাক মোর সমস্ত ভ্রাতা ,
নেড়া যাবেই, বেল তলা !
টেকো মাথা- খাবেই ঢেলা -
ইঁটপাটকেল পড়ুক না মেলা !
আমি ,আবার উড়িব ছেঁড়া কাঁথা !!.
সব কথাই নিও -মেনে বৃথা ৷৷


(ইং-০১-০১-২০১৭)
সমস্ত সুধী কবি বৃন্দকে আমার সাদর
নব বর্ষের শুভকামনা ও শুভেচ্ছা হৃদয়ে রাখি ,
শতদল হয়ে সবার সৃজিত কাব্যে ভরুক আঙন ,
চির সুশোভিত হোক সমস্ত বাতাবরণ ৷     ধন্যবাদ ৷