এক গরীব ভ্রাতা ,চায় পেতে মুক্তি-
বাঞ্ছা, মহাপুণ্যের গঙ্গাস্নানে যেমন স্বস্তি !
চায় ত্বরিতে সম্প্রদান এক সুদর্শন হস্তে  
সুন্দরী ভগনীকে সুপাত্রস্থ করিতে ৷


খোঁজে অস্থির হয়ে সেই ভ্রাতা !
দেশে-দেশ তল্লাশে- আগা মাথা ৷
কী না মেলে ! আগ্রহী কাজে ?
কী নাই ! এই পবিত্র মানব সমাজে ?


ব্যাপক খুঁজে- এক পূত বর পেয়ে ,
ঘর কাঁদিয়ে, ভগ্নী যায় শ্বশুরালয়ে !
ভাই পূর্বেই শর্তটা রাখে এই -
আমার বোনের হুঁ-হাস্ মোটেই নেই -
সাত চড়ে ও খোলে না সে মুখ
ভাই ? কক্ষনো দিও না তাকে দুখ !!


এখানে বিশ্ব জন জানে সে কথা-
ভগ্নী ছিল যে, মূক বধির -ভাগ্যহতা !!


নোট বন্দিতে দেশ জনতা !
কেন ? তারা হবে সেই মূকদুহিতা ??


কোটি শতোর্ধ্বে এই দেশ জনতা-
সবাক সতেজ উপজ উর্বর সব মাথা ,
সোচ্চারে সজ্ঞানে সযতনে সর্বদা সক্ষম -
এজন্য রাজন ভাষণে পায় উৎসাহ কম !!!....


(ইং-৩১-১২-২০১৬)
(পেট্রোল-1.29 টাকা আর ডিজেল- 0.97 টাকা , 01-01-17 তে
বেড়ে গেল ৷এখন কলকাতায়-76.91/  টাকা প্রতি লিটার পেট্রোল ৷)