বুট, পোশাকী, হয় না খেলোয়াড় !
যদি সারে গো ধরে শটটি তার-
লক্ষ্য হীন বাইরে প্রতিবার ৷
বৈঠা ধরিলেই হয় না নেয়ে -
যদি অপারক সে উজানে তরী বেয়ে !
ধুঁয়াশার ভাবনায় চলে না দিন-
উপাস্য সাধনা যদিও অভিন ৷


ঢোলটার ভোলটা মধুর তখন -
উদরে ক্ষীরে ঠাহরে অনুক্ষণ ৷
কেন ? ভাষণে মশানে নেই জোর -
উত্থান মহান অক্ষম শোর !


ঐ জেলমুক্তির পর, নেপোলিয়ন !
বুক খুলে দেন সঘন ভাষণ -
বলেন হে জন সাগর ! মার হরদম -
যদি হই দেশে অপয়া অধম !
এখানে উল্টো ! বড়িগার্ড চাই মাঠ ভরে ৷
আর ওঁরা ? ইন্দীরা ,মুজিব,- দেখ তাঁরে-
ওঁদের স্বর ইতিহাস মুখর, বিশ্ব জুড়ে !


তুমি জয় করিয়াছ স্বদেশ -
নোট বন্দিতে অতি বেশ -
গাঁয়ে তরিৎ যাও তো কদাচিৎ ?
তারা জর্জর ! বক্ষস্থল রুধির ক্ষরিৎ ,
ফসল চৌপট,-চিন্তায় ভরা ললাট -
এদিকে অট্টহাসে বসাও প্রচার হাট !


কোথায় গেল সে পণ , পনেরো লক্ষ !
অর্জুন আঁখি -তব যে লক্ষ্য ?
এসবে ইতিহাস রবে চির সাক্ষ্য ৷
জন সাগরে রহিবে ভরে শুধু দুর্ভিক্ষ!!
তবু গাহিবে গীত, এই টাই মুখ্য !!!.....
(ইং-০২-০১-২০১৭)