ছোট মুখে বড়ো বলা-
জ্ঞানীর বাক্য, সে মহাজ্বালা !
কাজটা নয় অনুরূপ নয় শিষ্ট,
যীশু, সক্রেটিস্, গ্যালিলিও, বশিষ্ঠ -
এঁরাও হয়েছিলেন অতীব অতিষ্ঠ !
অতএব থাকাটাই উত্তম এবেলা কিষ্ট ৷
যাবে না জান অতি কষ্টে অবেলা-
মানুষ তবু এ নিয়ে করে খেলা !


আজ সুসময়ে দেশ পতির কথা -
এ নোট বন্দিটা বড়ো কাজের যথা ,
কালোটা জড় থেকে করিতে নির্মূল -
এ বন্দিটা হয়নি মোটেই ভুল ৷
তবু হেথায় ! দেন যেন তিনি তুল ,
বন্দিটা কছু দিন পাবে না মন্দিতে কূল ৷


কেন ? নোট বন্দির সময় হেন ,
হয়নি তাঁর সবটি জ্ঞাত যেন ?
সর্বদা মহান সংবিধানে বলে-
বৃহৎ কাজে পতিরই আদেশ চলে ৷


ত্রয়ী প্রধান সেনাপতি তার অধীন,
তবে এ বন্দিটা এত দীন ?
ফাঁসির থেকে বাঁচান সদা পরাণ -
এখানে মনে হয় ছিলেন অনজান !
বন্দিটা এতই নগন্য তুচ্ছ ক্ষুদ্র যথা -
পতির কাননের নড়ে না গোলাপ পাতা ?
মহা দায়িত্ব তো পতির হয় -
তাঁর নামেই তো দেশ চলে জয়-পরাজয় ৷


(ইং-০৫-০১-২০১৭)