দল শুধু মাত্র দু’টো-
দেশের স্বাস্থ্য থাকে পুষ্ট,
বেশী গজালে ভরে কষ্ট-
প্রায় নীতিটা হয় কুটো ৷


বাজপেয়ী বলে খিচুড়ী-
এন,ডি,এর এটাই আসল নাড়ী -
ওদেরই আবার সেই হাড়ী !
বলি বলিহারী ,ওরাই মুখিয়া ভারী-
বলে, আদর্শ নীতি নোট বন্দি -
কালোর সাথে নেই সন্ধি !
মন বড়ো সাদা-
ওদের কত ঘরই ভরা ,
কালোয়-কালোয় গাঁদা !


যারা প্রকৃত সরল ও ঠিক-
ওরা মাঙ্গে সুনীতির ভিখ্ ,
হায়রে পোড়া কপাল-
উল্টো বয় গঙ্গার জল !
আদর্শ নীতি নিয়ে বন্দি নোট-
জয় পরাজয় পাঁচ রাজ্যের ভোট ৷


এখন তাকানো দরকার-
আমি বলেছি ধুরন্ধর মামার-
বন্দিতে দাল গলিবে না ,
দেখেছে আনুনি পান্তার নমুনা !
গরীব আর ভাওতায় নয় সরিফ্-
যদিও অনপড় করিব-করিব ৷


ওরা শিখেছে ধরিতে লাঠি-
বুনো মোষ তাড়াবেই খাটি -
হবে না ডালের কালিদাস ,
কুড়ুল থুয়ে করিবে চাষ -
জাগৃতির ফসল !
তারা চায় জীবন জল ৷


স্বাধীন পারে সে প্রকাশিতে মত,
শিকলে যদিও বাঁধে তার হাত ৷
আমি ওদের সাথে সহমত ,
আমি খাই যে ওদের ভাত !!....


(ইং-০৯-০১-২০১৭)