নোট বন্দি জালে বাঁধিতে বোয়াল মাছ-
শক্ত ন্যায়-নীতির দড়ি লাগে আজ,
ধরিয়া চুনো পুঁটি একগাঁদা মোটে -
তাতে জনতার কী ভরসা জোটে ?


দিয়ে “মাল্লারে” ব্যাঙ্কের প্রচুর উধার-
তার বাঁচার উপায় করো যোগাড়-
আবার বলো, ওরে ! দাড়িপাল্লা ছাড়-
ধরা দিয়ে খা,- জেলের সুস্বাদু খাবার !


এদিকে মধ্য প্রদেশ শহর কাটনী ,
“এস পী গৌরবের” দেখ না ন্যায় খাটুনী !
পাঁচশত কোটির হাবালা করোবারী -
স্বসাহসে দেশ হিতে ভর করি-
জনসম্মুখে প্রকাশেন কেচ্ছা সারি ,
তাহার চিন্দবাড়ায় হল দীপান্তর-
নোট বন্দির এটা কী আসল মন্তর ?


তবু দেশে আছে সভ্যতা ভব্যতা-
আজ পথে নেমেছে সহস্র জনতা -
হাজারে হাজার ! বন্দ সব কারোবার !
তারা আজ চাইছে ন্যায় বিচার-
নোট বন্দির ছেঁড়া জালে ধরিলে পুঁটি -
মজবুত হয় না দেশের মাটি !
আক্রোশ বন্যায় ভাসে রাজ পাট-
কিছু চাঙে খোলে কালোর হাট !


গরীব পায় না ক্ষুধার ক্ষুদ-
অনেকে খায় ঘৃত-মধু-দুধ !
আমি কলমে আঁচড় কাটি সাদায় -
আজ প্রকৃত ওঁরাই খাঁটি নেমেছে রাস্তায় !
আমি শুধু এ সি তে হাওয়া খাই-
ওখানে যেতে ভীষণ ভয় পাই !!.....
(ইং-১২০১২০১৭)
মাল্লা > বিজয় মাল্লা, শতশত হাজার কোটি টাকা লোন নিয়েছে,
এখন বিদেশে ৷ কাটনীর এস্ পী, গৌরব তেওয়ারী, দু’মাসের ভিতর দু’বার স্থানান্তরণ.( রাজ্য মন্ত্রী সঞ্জয় পাঠকের নাম উঠেছে বলে )৷