হে মা বাংলা, বুক ভরা অসহ্য জ্বালা -
পথ বলে দে মা ? মোরে এ বেলা ৷
সেরা-সেরা বেদনা ভরা, এ পাগলা মনে -
মোরে অহরহ জ্ঞানী-গুণী তূলো ধুনে !
তব সুনাম না করিলে করে হেলা -
অনামে তারাই আবার মারে ঢেলা !
যাব কোথায় ? আসে না মাথায় -
তাই মা দিন যায় অতি যন্ত্রনায় !!
আমি যে পর-প্রদেশে আছি -
তোমাকে ছেড়ে কী করে বাঁচি ?


বাংলা প্রথম দেখায় নব-নব ক্রান্তি -
-ওরা দোষে এসব দিগ্ ভ্রান্তি !
বাংলা আনে হকের তেভাগা চাষ -
-বলে-ভূপতির ঘড়ে কেন মার বাঁশ ?
বাংলা করে ভূমিহীনে ভূমি বন্টন ,
-বলে, এ কর্ম, ঘৃণিত জমিদার লুণ্ঠন !
বাংলা দেয় গরীবকে পুরো রেশন -
-বলে, ওটা ঘুষের শাসন !
প্রথম পুলিশ, পন্ডিতে, বাড়ায় মাহিনা -
-বলে, দেশের ঘাড়ে চড়াও আরও দেনা !


বাংলা, প্রথম আনে দেশে রাজ পঞ্চায়েত -
-বলে-বাড়লো এবার আরো ভূত-প্রেত !!
বেতন বাড়াতে করিলে খুব হরতাল -
-বলে,সমাজে ভরো শুধু বিদ্বেষ হলাহল !
এখন বাংলায় ধরে না নেতা -
-ওরা বলে, খোঁজে তারা অকাজের ছুতা !


অতীতে বলেছিলেন, গোখলে মহান-
“আজ যা চিন্তা করে সমগ্র বেঙ্গল-
কাল চিন্তা করিবে গোটা ভারত অঞ্চল ৷”
-ওরা বলে, ওটা তার ভান !
-ছিল না মোটেই ওঁর দেশাভিমান ৷
এবার বল মা কী করে বাঁচাই মান -
আর, পর-প্রদেশে তব সম্মান !!!.....


(ইং-২৩-১২-২০১৬)
হরতালে প্রদেশ-(ইং-সন্- ২০১৫)-তমিলনাডু-৬৯,কেরল-৬৪, গুজরাট,-৬০, রাজস্থান-৩৪,  আসাম-২৪, মধ্যপ্রদেশ-২০,(খবর-পত্রিকা-২৩-১২-১৬) ৷খেলায়,মেধায়, ক্ষুদ্র সঞ্চয়, বাংলা অনেক পিছিয়ে ৷
ক্রাইমে পিছিয়ে নেই !