আমি যে ভাগ্যবান, উপরে মহান-
ভবঘুরে যে মম, মন-প্রাণ -
সবার সেরা দশের এক ,
শুরুতে মোর শূন্য অভিভাবক !


কী হবে স্কুলে যেয়ে  ?
সময় মত উপায় পেয়ে -
আমি হই এক অকাজের নেয়ে ,
গান গাই, নাও বেয়ে -
সারা জীবন নায়ে, কাটাই শুয়ে-
কারোর দোরে ঝাঁকি না যেয়ে !


সওয়ারী আমার ঘাস কুটো-
নাওটি সরু বেজায় আঁটো-
বেশী তাতে বোঝা ধরে না-
তাই লাগে বহুবার খেপে টানা  !
তাজা হাওয়াটা ভরপুর পাই -
কতো না সুখে দিন কাটাই !


একমাত্র মুমূর্ষু মাসীর জ্বালায়-
আমি পড়ি মহা ঝামেলায় !
ঘরবাঁধ-ঘরবাঁধ,- হরদম ধায়-
জ্ঞানে আসে না আমার মাথায় ৷
ভাবিয়া-ভাবিয়া হই সারা-
বিবেক একদা দেয় তাড়া !
হব বৈরাগী আর ঘর ছাড়া-
একতারাটা সদা বুকে ধরা-
এবার যাব জন সাগরে -
দেশ হিতে মন মাতানো সুরে ,
গাহিব গান দুয়ারে-দুয়ারে ৷


শুনিয়া লোক খ্যাপানো সে- গান !
গলিবে রাজার কঠোর প্রাণ-
দেবে আমায় সুযোগ্যস্থান-
ঘরের চিন্তা চিরতরে হইবে ম্লান,
খাব,শোব, পাব আহার- জোরদার-
মোর শ্বশুরবাড়ী ! সে যে কারাগার !!....
(ইং-২৫-১২-২০১৬)