মশা মারিতে কামান লাগে না -
আবার পেলে সব ভুলে -
আহ্লাদে হই আটখানা !
চির তরে সভ্যতারে -
ভোঁতা করিবারে-
শিখি অমর বাণী
যাহা কি না মহাহানী !
সাদরে তাকে নিয়ে এত টানা টানি ?
ভূবনে দেখি ব্যাপক হারে -
সতেরা নাকি এসব করে !


যাক,এবার জীডীপী বৃদ্ধি পেল-
সাথে খুব উন্নতি ও এল -
এদিকে জীব যে কত মল,
কত দেশ যে গোল্লায় গেল !
হিসাব নাই ! দেখিয়া হইবে ছাই ?
এখন তো থাকি মহা মজায়-
জ্ঞন-বুদ্ধি ভরে থাক অবুঝ খাঁচায় !
এটাই উন্নতির চরম শিখর-
মুখ্য কাম্য সবার তুখড় ৷
বিশ্ব পাঠাগারে ভরমার এ নীতি-
পাগলে ভরিছে কারাগার, ক্ষিতি,
ঘুণ ধরাই শান্তির ভিতি-
তবু সারি কোটিতে তিথি !!


আমরা করি বারুদের ক্ষেতি-
এটাই মানি আদর্শ স্থিতি !
ওখানে ফোটে ক্ষত ফুল -
তার ঘ্রাণে আকুল হৃদয় ব্যাকুল !
মোরা মরণ নৃত্যে শান্ত চিত্তে -
বিশ্বে ভরি প্রলয় গীতে !
গগন তলে, তালে-তালে -
তপ্ত আগুনে ভ্রূণ জ্বলে !
মৃত্যুর পালকী সেথায় চলে -
আকাশে বাতাসে জলে স্থলে -
"ওজন" পরতে বিষ ঢালে !
আমরা চলেছি বিপুল তালে-
অধুনা লক্ষ্মণ বাঁচে না শক্তি শেলে !!!.....


(ইং-২৩-১২-২০১৬)