নীরব জলধারায় ভরে কীটাণুর বাস ,
নীরব চিন্তায় মনে মেটে না কভু আশ ৷
নীরব জীবন ধারা চৈতন্য অসম্ভব,
নীরব চলা ফেরা কুড়েমির উদ্ভব ৷      


নীরব সংসার মাঝে শত্রু প্রবল ,
বিপদ জড়িয়ে থাকে সমগ্র অঞ্চল ৷
নীরব প্রতিবাদ ভরা ভাষা যখন ,
সমাজে ঘটে না তখন কোন আলোড়ন ৷
চির নীরব যার চক্র, চলমান যান-
হীণ গতি তাই, নীরবতা করে না খানখান ৷


নীরব সহমান যতো নীরব অপমান-
একদা সরবে প্রতিকারে জাগে আপ্রাণ;
শিকাগোর শহীদের কণ্ঠরুদ্ধ বাক নীরব যত ,
বজ্রসম ভূবনে প্রসারিত বিদ্যুৎগতির মত ৷


গ্রন্থগারে ভরে আছে মহা কল্লোল,
বাণীর সহস্র ধারা প্রচণ্ড প্রবল-
যদিও নীরবে তারা স্থির অচঞ্চল-
হতে পারে রূপ তার অতি করাল !


(ইং-03-08-2016)