হে, চির উন্নত হিমালয় সম দৃশ্যে শিরঃ ,
অত্যুজ্জ্বল তব শৌর্য অসীম সুগভীর !
এক অসহ্য জ্বালা যন্ত্রণা দ্বন্দ্বময় সময় ,
হেশ হিতে করিতে সমূলে অত্যাচার ক্ষয়-
বাদ্ধ লঙ্ঘিতে তুষার আবৃত হিমালয় ,
ক্ষুধা-তৃষ্ণা-নিদ্রা, ঝঞ্ঝা-ঝড়, করিয়া জয় ।
পার করি দুর্গম জনহীন অরণ্য -
জার্মান বুকে হলে সহর্ষে দেশ বরেণ্য ;
বিদেশে গড়ো প্রথম দেশস্বাধীন সৈন্য-
ক্রূর অত্যাচার নির্মূলে স্বদেশের জন্য ।
যদিও অর্থে, সাহায্যে ছিলে বল হীন -
নীতি শিক্ষা, দেশ প্রেম, ছিল নাকো ক্ষীণ ।
করো আপ্রাণ প্রতিজ্ঞা জয়েতে দেশ -
যোগ্যতার পরিচয় দেখি তোমাতে অশেষ !


মহান বিপ্লবী রাসবিহারীর সাড়ায়-
সামেরিনে পাড়ি জমাও জাপানে পুনরায় !
নহে সে নিছক কাহিনী আরব্য রজনী -
অতল সমুদ্র পাড়ি, তব সে উদ্ভুত জীবনী !
করিলেন জাপানে আজাদ হিন্দ ফৌজ গঠন-
শার্দূল ইংরেজে পাঠান বেতারে অহরহ সমন ।
পাততাড়ি আর ভোগের হাঁড়ি গোটাও এবার -
নয় তো উপরে, অদূরে অতি সত্বরে পাবে শ্রীঘর ,
আমরা তৈরী ভাগাতে বৈরী অপার-
পাবেনাকো জনরোষে আর নিস্তার !


স্বাধীন রাষ্ট্রধ্বজ ওঠে আন্দামান -
সহস্র আজাদ হয়ে বাঁচে সেথায় জান ।
ইংরেজ পরাভব দুর্গম ইম্ফল -
সুভাষের অগ্রসর যেন বাঁধভাঙা জল !
অসময়ে অকস্মাৎ যেন বজ্রপাৎ -
এটমবোমে হয় জাপান অকালে নস্যাৎ !
তুমি পার নাই দেখে যেতে স্বাধীন ক্ষণ -
তবু চিরতরে কর্মই জীবন্ত রাখিবে অণুক্ষণ ,
দেশের গর্ব তুমি, দেশ হিতে যে প্রাণ-মন-
আজ তোমারে করি সহস্র কোটি নমন ।
(ইং-২২-০১-২০১৭)
শ্রদ্ধেয় সুভাষ চন্দ্র বসুর জন্মদিন
(ইং-২৩- ০১ -১৮৯৭) তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।