বৈশাখের ঘণকালো মেঘাড়ম্বরে -
হৃদয়ে অজানা ভয়ে, শিহরণ ভরে,
শঙ্কিত ভাবনা কত অশুভ যাতনা -
আশঙ্খা, দুর্যোগ ভরা নানা ;
এক্ষুনি প্রলয় ! না জানি কত ?
অস্থির হৃদয় সদা ব্যথারত ৷


যদিও জ্বালামুখী সুপ্ত ! পারে ঘটাতে -
ক্ষণিক ভীষণ অগ্নুৎপাত, সক্ষম ছড়াতে-
চোরা বালুতে নদীপাড় ভাঙে-
চরা পড়ে কখনো ভরা গাঙে ৷


যখন লোভ- লালসা, চুপিসারে-
দেশ দিগন্ত ভরাট যদি, টইটুম্বুরে -
সাজ-সাজ রব যেন, উদ্দণ্ড সমরে ,
রাখা যায় না কোন ধরমে ধরে ৷


আকথা-কুকথা জমা পড়িলে -
বাড়ে অনাদর হিংসা দ্বেষ,
সদা বিরাজে মনেতে ক্লেশ-
কর্ম চলে চুপিসারে ,আড়ালে !
দানা বাঁধা অবিচার অন্যায় আচার ,
এসব কারক, ধ্বংস-ক্ষয়-সংহার !
(ইং-12-08-2016 )