প্রবল ওঠেনি বায়ুর বেগ
নিকষ গাড় মিসকালো মেঘ !
যদিও অম্বরে অদেখা সূরয -
জ্যোতিপুঞ্জ ঢাকা নয় অত সহজ ৷
অত্যুজ্জ্বল তার রশ্মিচ্ছটা-
কাটিয়ে সব মেঘের জটা ;
বিভিন্ন কোণে বিচ্ছুরিত পথে-
আলোর বিশ্বাস জাগায় সাথে ৷


আভাসে সূর্যের আশা জাগে
অদূরে তিমির এই বুঝি ভাগে ,
ত্যেজ জ্যোতি ঢাকা পড়ে না -
চিরিতে পারে বাঁধা নানা ;
তাইতো ভরে আশার আলো-
নজরে যখন সূরয এলো ৷


মেধার শক্তি সূর্য সমা
অসীম ত্যেজ! সেথায় যে জমা ,
সুপ্ত মেধা যায় না মাপা -
আগুন থাকে না ছাই চাপা !
(ইং-০৮-০৮-২০১৬)