এক জন্মান্ধ পোষে, মনেতে ক্ষোভ-      
জীবনে অদেখাটা অমোঘ দুর্ভোগ !
সদা মনঃ ভায়ে দেখিতে যে লোভ-
অদৃষ্টে হবে না যে তার সে সুযোগ ৷
শুনিয়াছে এ বিশ্ব কত যে সুন্দর  !
ইচ্ছে জাগে দেখিবারে তাহার অন্তর ,
প্রকৃতির দান অমূল্য দুই চোখ-
যদিও বঞ্চিত সে, নাপেয়ে ঐ সুযোগ ৷


মনে ধরে ধাবিত সে অহরহ-
এমন কাজে ধারিত না ধার কারো ,
এই পৃথিবীর, কী-উত্তর কী-দক্ষিণ-
দিনরাত পাড়ি দেওয়া সর্বত্র প্রদক্ষিণ ;
তুষারের কুমেরু বা উত্তরের সুমেরু-
দুর্গম আফ্রিকা বা সাহারার তপ্ত মরু -
দেখা নিয়ে প্রতিটি প্রভাত হত শুরু ,
বুকে অসীম বল ,ভয়ে নয় দুরু-দুরু !
রৌদ্র-ছায়া,-বর্ষা- বাদলের ,রূপ-
না জানি কত যে প্রকৃতি গড়েছে-
মায়াবী সে কত রঙে ? রং ভরেছে-
অমানা মন -থাকাটা চির নিশ্চুপ !
কিন্তু হায় ! হল না এসব শেখা-
চোখের অভাবে হল না আর দেখা ,
শুধু অস্তিত্ব, অন্তরে করিয়া অনুভব-
ঘুচাই শুধু না-দেখার মহা অভাব !


উন্মীলিত আছে শত সহস্রকোটি -
বিশ্ব জনার, উত্তম তাজা-স্বচ্ছ-দৃষ্টি ,
দুটি-চোখ তার, উজ্জ্বল সুন্দর -
জিজ্ঞাসু খোঁজী, ভাবনা ও প্রখর  !
তবুও বহুর অবহেলা অদেখা সচরাচর ,
এখনো জাগৃতি আসেনি,প্রকৃতি জানার !


(ইং-২৪-০২-২০১৬  )