চাই না বুদ্ধিবল, গুণ-মেধা ,
প্রভু ! একটি মাত্র বর দাও- 'ক্ষমতা'
যতো আছে সংসারে অখাদ্য কথা
সব চাই কাজে লাগুক, বিনা দ্বিধা ।
পৃথিবী উল্টো ঘোরে মানুক লোকে
মহাপুরুষও হওয়া যায় আজে-বাজে বকে ।


প্রভু ! সুবর্ণ সুযোগ ইতিহাসে রবে নাম
আমারও পূরণ হবে অচিরে মনস্কাম ,
এক পাওয়ায় সব মেলে ভালে
এটুকু পরম সুখ চাই- কপালে ।
তব করুণা-দয়া জোটে নেতার বরাদ্যে
আমারও সুদিন ফিরুক তব বরে ভাগ্যে ।
প্রভু ! পুঁজিপতি নেই যে- আমার সহায়
মাত্র তুমি আছ প্রভু, আমার ভাবনায় ।


(০১-০৪-২০২১)