পাথর তাকে ঘষামাজায়
   উন্নতি বিশেষ নাই ,
নানা কাজে তবু তার সাজ
  কখনো দেখিতে পাই ।


পাষাণ অথচ সে কথা বলে
    মহান শিল্পীর যাদু ,
ধৈর্য্য পরিশ্রম মননশীলতায়
      কর্ম গুণটি শুধু ।


পাথুরে কত মন আছে পড়ে
     পতিত ও অনুর্বর ,
চলমান, নীরস, উদাস ভাব
     ঊষরভূমি বঞ্জর ।


দড়ির ঘর্ষণে প্রস্তর যখন
    হতে পারে সে ক্ষয় ,
লোহাও আবার আগুনে পুড়িয়ে
     গড়া যায় রূপময় ।


     (১৪-১০-২০২০)