জন্মিয়া ধরায়       শুধু হায়-হায় !
        অপেক্ষা, শেষ সময় ;
রাত দিন কর্ম        সাথে মেনে ধর্ম ,
         তবু কষ্টে দিন যায় !


চিন্তা হরদম         শান্তি পাই কম ,
         কূল কিনারা কোথায় ?
এ ব্যথারা যেন       নদী ধারা সম ,
          প্রবাহমান সেথায় ।


জানি না উপায় ,     থামে না মানায় ,
         দিন চলে যাতনায় !
অতি সাধারণ          ভোলা মোর মন ,
         আসেনা যুক্তি মাথায় !


অদ্ভূত আশ্চর্য !     ভাঙে সব ধৈর্য ,
        অসহ্য যায় না পারা ;
অগত্যা গতিরে     নিতে বলি তারে ,
        সব কিছু কর হারা !


সবই পেয়েছি         কেন মিছিমিছি ,
        বৃথা দাও নাড়াচাড়া ;
চাই না অধিক ,       শেষবারে ভিখ ,
        প্রাণটারে করো সারা !


(ইং-২২-১১-২০১৭)