ঈশান কোণে অশনি সংকেত ,
আভাসে জেগেছে, সুপ্ত ভেক ।
ঝড়ে ও খোঁজে অনুকূল ধারা -
হামেশা সুযোগে যোগাড়ু যারা !


এবার উজানে উঠিবেই মাছ -
তারা সু-অবসরের পায় আঁচ ;
পাঁচ বছরের চাই- খোরাক, ঢের -
মাতে তারা, ব্যবস্থায় হেরফের !
তায় অহরহ চিন্তায় নিদ্রা হারা ,
যতো পারে সুযোগ ধরে সারা ।


কেউ দল পাকায়, হ’তে ভারী ,
খেপলা, ফাঁসজাল, দড়া-দড়ি-
নেয় পাটা, আঁটন, ডোল, খারা ,
তৈরী অগুন্তি সংখ্যায় তারা ;
টোঁপ, বঁড়শি ,ছিপ, দানা-পানি -
সময়ে রাখে, করে আমদানী ।


যোগাড়ে বেশি মরশুমের মাছ -
মজবুত হবে সাধের স্বরাজ ।
পারিলে, গোন-লগ্ন, গালে হাত !
ভেসে যায় হায়, ভাগ্য-বরাত ।


(ইং-০৬-০৪-২০১৮) -বেঙ্গালুর