বিষাণু, পশু, প্রাকৃতিক দুর্যোগ, এসব আছে
আরো এক মস্তবড়ো বিপদ সে সকাল সাঁঝে ,
মানুষের তরে মানুষ-ই সাক্ষাৎ শত্রু
সারাক্ষণ ,সারা জীবন এত যে ক্রূর
ভাবা যায় না তার হানির ;
সর্ববর্গের, সর্বধর্মের, সর্বস্থানে
ভরে আছে ওতপেতে একমনে ,
পেলে সময় সুযোগ করে না খাতির ।


এর থেকে মুক্তি পেতে চাই কান-মন
কর্ম হিসেবে চাই সূক্ষ্ম চিন্তন ,
তবুও হবে না রক্ষা-রেহাই -
মানুষ চিরদিন মানুষের শত্রু যে তাই
দেখা গেছে, মিথ্যা লড়ে ভাই-ভাই ।


(১৪-০১-২০২১)