জলে জল বাঁধে, টাকায় বাঁধে টাকা
ধনীরা বড়ো হয় ,গরীব ধনে ডাকা । ( ডাকাতি)
মাকে চালায় কারা, বেশী পূজোপাঠ ,
একাই একশ আজ মোড়ল পুঁজিবাদ ।


আরো আছে খেলা কত এ ধারায়
অকাজে পুঁজিবাদ মানুষ তাড়ায় ।
তাদেরই সৃষ্ট দেশে নামডাক রত্ন
স্বার্থ ধরে লাভবান সবকাজে যত্ন ।
তাদের কথায় চলে সে অবতার
মর্ত্যে জ্যোতিষ্কের ব্যাপক সমাহার ।


(১৫-১০-২০২১)
কাব্য- “সদুত্তর” (১৪-১০-২০২১)- রীনা বিশ্বাস- হাসি (মৈত্রেয়ী কবি)
প্রিয়কবি ভগিনী- হাসি, তাঁর সুন্দর কাব্যে মুগ্ধ হয়ে তাঁর নামে-(সম্মানে) আমার এ কাব্য উৎসর্গ করা ।