কত কত লক্ষবার ভূধর ঘোরে তার কক্ষে
কাজে, প্রতিক্ষণ প্রতিপল নিয়ম করে রক্ষে ।
ঋতুকাল যেমনই হোক একটা নিয়মে বাঁধা
পৃথিবীর ঘূর্ণন মাপাতোলা, না কম না জাদা ।


মানুষ আবার ধনী-গরীবে, জাত-পাত নিয়ে চল
এক শ্রেণীর মানুষ বলে, সবই দৈব- ঐশী ফল !
এসব নিয়মে আস্থা প্রবল ,দেখায় কত যুক্তি
মানুষ সৃষ্ট নানা বৈচিত্রে, সেথায় খোঁজে মুক্তি ।
কার্যকালে অলৌকিকশক্তি তার থাকিলে চাপ
অকাট্য হয় যুক্তি-তর্ক, ভুলভ্রান্তি সব মাপ ।


(০৪-১২-২০২০)