কে বলে, নেতা ধর্ম মানে না ?
সততঃ স্বধর্ম মানা, তার জানা ৷
এমত পরম ধার্মীক ভরা চতুর্দিক -
নীতিজ্ঞানে নেতা, ক্ষুরধার- অধিক !


পড়িলে একবার কবলে তাহার -
দয়া-দাক্ষিণ্যে, পাইবে সুসমাচার -
রহিবে চিরস্মরণীয় অদ্ভূত ব্যবহার ,
করিবে হরণ সুখ, নিদ্রা, আহার !


দরকারে মৌকা দাওনা নেতাকে ,
নাও জ্বালা ভরে, হৃদয়ে মেখে ৷
জরুরী কাজে যাও না একবার -
জীবন বহিবে, চক্কর-হি-চক্কর !


স্বরূপের-রূপ, দেখ- অপরূপ -
নাও চরমশিক্ষা, খুব আর খুব !
কথায় চিড়ে ভেজা, কোমল- নরম -
আশ্বাসনে মন ভরা, তার যে ধরম !


এমন কাজ নেই, নেতা পারেনা !
যে কোন কাজেতে করে না মানা ৷
নানা ব্যাখ্যায় সারে ,কর্ম নমুনা ,
চেপে রাখ শুধু, চাপা কান্না !
এমন অবস্থা করিবে হালে ?
“ছেড়ে দে বাবা, যাই চলে !”


এইতো নেতার মহান গুণ ,
সে যে যোগ্য ! খেয়ে নিজ-নুন ৷
আর যাহাই, বলো-না কেন ভাই -
শ্রেষ্ঠ সে স্বধর্মতে ! আছে সচ্চাই ৷


(ইং-০৮-০৮-২০১৭)