শিয়রে ভোট ,তার তোড়-জোড় ,
ভরেছে শহর গঞ্জে, প্রচার জোর ।
বিনা কারখানা, সৃষ্টি অগ্র যাতনা -
মুখ্য উৎপাদন, ধোঁকা- ছলনা !
এ কারনামা-রোখা, উপায় হীন ,
নীতির মায়াজাল, ভরিবেই দুর্দিন !


সত্তরের উপর, একই ধারা, শিক্ষা ,
বাড়িছে ভিক্ষুক, সাথে বৃত্তি ভিক্ষা !
শিক্ষিত যারা পাবে কোটি চাকরী ?
ব্যবস্থায় শুধু দুর্দশা -আঃ-মরি !


নানা আশা দানে, নেতা ফুরসৎ -
এবারও সু-আগাজ ! উদয়ে সৎ ।
মিথ্যার জাল, উপরে ঘনঘটা -
শ্বেত পোষাক, নেতার গাত্রপাটা ।


প্রচারে মহিমা, চারিধার ভরে -
ভয় -সরম মরে, ব্যাপক হারে !
আছে জন-কথা, সাথে ব্যথা -
চারিদিকে সরগোল, মিথ্যা-মিথ্যা ,
প্রতিবাদে কুলূপ আঁটা, অসহায় ,
চুপ ! ভোঁপুর শব্দে, জনগণ তায় !


(ইং-১০-০৪-২০১৮) -বেঙ্গালুর
হিন্দী শব্দ, আগাজ > সৃষ্টি, আমদানী।
কারনামা > চমৎকার ।