ও ! প্যারে, বোন-ভাই ,
কে বলে,-মানুষ নাই ?
সংসারে, সজাগে, ভরা -
সময় কালে দেয় সাড়া !


সমাজ, স্বজন হিতে -
দেশ লাগি শক্তভিতে ,
তারা বাঁচে, পৃথিবীতে -
বুক বেঁধে, দৃঢ়চিত্তে ।


বিশটি হ’ল উপচুনাও ,
শাসক হারিল তাও !
এটাই সুবুদ্ধির উদয় -
ওঁরা জয়ী, জীবনে হয় ।

যা কিনা, প্রকৃত ভাল -
আগেও দেখায় আলো !
সর্বহিতে যে কর্ম -
মানব তা’,মানে ধর্ম ।


(ইং-১৫-০৩-২০১৮)
*-সন্-২০১৪-এর পর- ‘লোক সভা’ উপচুনাও হয়, ২০-এর মধ্যে -১৭- সিটে শাসক দল হারে !
*-গত ১৪-০৩-১৮-এর ফল ! তিন ‘লোক সভার’ মধ্যে, তিনটাই শাসক দল হেরেছে !!
স্রোত- > "হিন্দী পত্রিকা" পেপার (১৫-০৩-২০১৮) ভোপাল , ম,প্র,