বৈভবে শোভে আজ মর্ত্য মানুষ
এসেছে সমৃদ্ধি, মিটায় সুখ সাধ
অনেক সাধনায় মেলে শুভহুশ ,
তবু ফাঁটল ! বিছানো মারণ ফাঁদ ।


মানুষের প্রার্থনা, চায় শুভপ্রত্যুষ
মনে ধরে শান্তি ; অন্তর ভরা খুশ্ ।
এধুনা যন্ত্রযুগ ,জ্ঞান-বিজ্ঞানে খুব
সকলে চায় নির্মূলে, জ্বালাময় দুখ্ ।


সংসারের যাবতীয় সৃষ্ট সরমজাম
সবই পরিশ্রম আর মনোযোগী কাম ।
তবু কোথাও ভরা জ্বালাময় দৈন্য
অপরিমাণ সম্ভার বেড়ে চলে সৈন্য ।
আর্তর প্রচণ্ড অভাব জল-অন্ন-বস্ত্র ,
পুনঃ-পুনঃ সৃষ্টি বিধ্বংসী মারণ অস্ত্র ।


এ কোন পথে এগিয়ে চলা বৈভব ?
মানুষ কী অকাজে অজ্ঞানী- সব !
জনতা অতিষ্ঠ অতি, দেখা হাবভাব
কৈ ত্যাগী মানব, বলিদানী স্বভাব ?


(১১-১০-২০২১)