ভম্বরে ফাঁসা দেশ
অসহ্য কষ্ট-ক্লেশ -
ভাবনা যে সবার
কেমনে হবে পার ?
নানা জনের নানা পথ
কত করে মুখে শপথ
কূলে লাগে না তরী
জনতা যায় হারি ।


সর্বকর্ম মূলে জনতা
নিঃশ্চুপ আজ বিধাতা
ছেড়ে, দ্বন্দ্ব-তামাসা
হোক বিহিত মিমাংসা ।
সমাজে যে দানে কষ্ট
চিহ্নিত হোক, সে ভ্রষ্ট ,
ঘুণে ভরা, দেশ জুড়ে
স্বমূলে ফেল উপড়ে ।


কাল কাল করে দিন
আরো হয় শুভ ক্ষীণ
ডাক আসে বারবার
করো কাজ যারযার ,
আদ্যান্ত দেশ গতি
কাজ নয় বিনা সুমতি ,
জাগৃতি ধরে অপার -
স্বপ্নরা হবে সাকার ।


(ইং-০৫-১২-২০১৯)
ভম্বর > ভঁওর, জলঘূর্ণি ।