পৃথিবী ভরা আজ সভ্য লোকে
কেহ সুখে ,কেহ মাতমে শোকে ,
     যার যার দক্ষ আচরণ
     জাগ্রত আত্মমুখী মন ,
তবু জীবনে কতই না কষ্ট ভোগে ।


ধর্ম-আস্থা, ঐশ্বরিক পন্থা-মান্যতায়
সুধী, রাতদিন ব্রতে ধ্যানস্ত তথায় ,
         আশায় বাঁধে বুক
         অটুট বিশ্বাস খুব
ভাবনা, বহু অঘটনে মুক্তি এ প্রথায় ।


পূজা-অর্চনায় আছে কী কোন ভুল ?
হঠাৎ তরী কেন ডোবে , নদী-কূল !
      জীবন ভীষণ উতলা
      বিশ্বাসীর কেন জ্বালা ?
তবু পণ, বন্দিব দেবচরণ দিয়ে ফুল ।


        (১৪-০৯-২০২১)