ভোটের সময় ক্রান্তিকাল
সবের বাঞ্ছা নূতন সকাল
চক্রান্তকারী চক্র চালায় -
জনতা পড়ুক ব্যাধি-জ্বালায় ,
ভাবনায় ভরো মগজ-মাথা
চালাও যতো গুজব কথা ।


সরকারী ভঁপু বড়ো বেতাল ,
নিয়োজিত কাজ, সুষ্ঠু চাল ।
পড়সী দুশমন ,সীমা টানে
বাঁচাও নিজেকে ঐক্য এনে ।
বাঁচতে দেশে, জানে- প্রাণে
ভোট দাও তাঁকে শুভক্ষণে ।


বিদেশ পলাতক, বন্দি করে
শীঘ্র দেখ, আলয় পরে ,
দেশের প্রগতি লম্ফ দিয়ে
বেকার বাঁচিবে সুখ নিয়ে ।
এমনি গুজবে উড়ায় ফানুষ
বোঝায় কষ্ট সরল মানুষ ।
ভোট শেষ- ছানাবড়া চোখ !
ভাবনার খোঁচা মিলছে অমোঘ ।


(ইং-৩০-১১-২০১৯)