সরকারী আমলা, মুক্ত মনখোলা জানালা
গা ভাসিয়ে স্বর্গসুখে করেন আনাগোনা ,
সে যে জনসেবক, নেই লেশমাত্র বোধ
পদ-দম্ভে সুখভোগে আহ্লাদে আটখানা ।
আজ দুর্দিনে দেশ, মানুষ- কষ্টে অশেষ
কিন্তু সেবকের না কোন লক্ষ্য- বিশেষ ।


শক্তি সঞ্চয় মেলা, ক্ষমতায় সে আমলা
আবহমান সমস্যা অগ্রাহ্য, বধির-কালা ,
সে মহাশয় নিজ সুখ সাকার করে নেয়
এমনি কাজে ওস্তাদ নিজ-স্বার্থ ভাবনায় ।
কাজের মহাভার দেশের আমলার উপর ,
যদিও তাঁর শক্তি-বল-তেজ শতগুণ বাড় ।


(২৩-০২-২০২১)