আজ বড়ো ছোঁয়াছে রোগ
পড়া আর মড়া !
পড়তে যদি বলা -
উদাহ, ভিটে মাটি ছাড়া ।


শুনলে খবর, কারো বাড়ি মড়া ,
ত্রি-সীমানায় দেবে না কেহ পাড়া ।
চিকিৎসার ছাত্ররা পায় অধিকার ,
তারা মড়া নিয়ে করে চিড়-ফাড় ।


সময়-কাল আজ অতি ভদ্র
কানের চেয়ে সজাগ বড়ো নেত্র ,
মোবাইলে লাগিয়ে চোখ -
কত না সুখ পায় অমোঘ !


এখন অভিনয়, চাক্ষুষ দৃশ্য চাই ,
পড়ে জ্ঞানার্জন নেই আর বালাই ।
পড়া নিয়ে না কারো অত মাথা ব্যথা
নেই মুড়ো লেখার তবু আগামাথা ।


কিছু আছেন সুশিক্ষক -
তাঁরা, জনমানসকে করেণ অবাক !
নিজে না পড়ে- পরকে পড়ান -
যখন তখন সুন্দর প্রবচন দান
বিনা পড়ে এক করেণ জমিন আসমান
দিন দিন শ্রীবৃদ্ধি এমনি পড়ার মান ।


(ইং-০৩-০১-২০২০)
*-পাড়া > পদছাপ ।