দাঁত হয় দুই প্রকার
এক দাঁত দেখানোর
আর এক দাঁত খাওয়ার ।


এ ধারা বিশ্বময় চল
এক শান্তির নীতি দেখানো
অপর, পক্ষপাত পুষ্ট সচল ।


দেশ নীতি তাও ভিন্ন না-
এক উপরে ধনীর পৃষ্ঠপোষক
ওদিকে কর্মগুণে গরীব শোষক ।


শিক্ষাও দুই প্রকার
এক অন্ধত্ব ধরা আস্থার
দ্বিতীয় বিজ্ঞানের শিক্ষা আর ।


(১৮-০৭-২০২১)