এবার সবার ভবিষ্যৎ উজ্জ্বল !
দেশের ক্ষেতে ভাল ফসল ।
খোরাক মোক্ষম, লাগে যে তাই ,
বিক্ষিপ্ত ফসল রক্ষা করাটা চাই ।

ঠেকেছি নিয়ে দায় মেলা -
রাতদিন মোর দেখার পালা ,
যদিও ধরে গায়েতে জ্বালা -
পারিনা করিতে ক্ষেতকে হেলা ।


কতোর পশমে শুয়ে ভরা পেটে ,
রাত, সুখ নিদ্রায় স্বপনে কাটে !
আমি চাঙে, পাহারায় সারা -
বসে বসে গুনি, আকাশ-তারা !


ভাবি, দেশের প্রাণ এই ফসল -
রক্ষা যদি না হয় সফল ,
সংবৎসর দেশবাসী খাবে কী ?
সবারে ফসলই বাঁচায় দেখি ।


ছাড়িতে পারি না আমার ক্ষেত -
এ যেন আমার বোকামী, জেদ !
আবার ভাবি ,ফসল বেশী হলে -
ভোগভূমি, যুদ্ধ করিবে সকলে !
সহজে যারা পায় কুয়োতে তেল -
ভোগসুখে খেলে, এসব খেল !


পোকামাকড়ে খেয়ে, যা বাঁচে -
এতেই মম, মন যে নাচে ,
বেশীতে কোট-কাছারি, বিদ্বেষ -
শেষে ভোগান্তি ! অশেষ !


(ইং-১৩-০৭-২০১৭)