হর্ষ আর দুঃখ সাথে আজিকের উদগার -
দুঃখ ! কালের চেহারা হেরি, কিম্ভূতকিমাকার !
হর্ষ ! কালের দুর্যোগে ও মেলে ন্যায় বিচার ।


যে ছিল আস্থায়, লক্ষ-লক্ষ মনের, সন্ত !
সে ও হয় একদিন, ন্যায়ের কাছে অন্ত ।
এ অতি সাধারণ ! সে কথা- নয় ?
যার শিকড় অতি অন্তে, গ্রথিত রয় !


শক্তিধর চরম আস্থা, যুগে-যুগে জয় ,
অন্ধবিশ্বাস কত না ডাকে, সুদিনে প্রলয় !
সেথা সত্য তরে আঘাত ,কল্পনাতীত !
স্তম্ভিত ! যেন বিশ্বাসে হয় না প্রতীত ।


ধন্য ঐ বীর পুরুষ ! সত্য অনুসন্ধানকারী ,
নিরপেক্ষ উকিল ,শঙ্কায় যায় নি হারি !
বাঁচাতে চায় বিপক্ষ, বিখ্যাত উকিল ধুরন্ধর ,
অর্থলোভী, স্বার্থী ,নিজেরে মানে হার ।


যদিও কালে নিরাশায় বহা দেশ ধারা ,
তবুও ন্যায়ের সুবিচার, হয়নি হারা !
সে চির উজ্জ্বল তপনে পড়েনি জং ,
স্তব্ধ ! বীরেরা ভঙ্গ দেয়নি, ন্যায়ে রণ্ !
তাই আনন্দে আজ ভাবুক মন, আত্মহারা ,
পায় দুরাচারী উপযুক্ত বিচার ! আজীবন-কারা ।


(ইং-২৬-০৪-২০১৮)-ব্যাঙ্গালোর
(২৫-০৪-২০১৮- তে নাবালিক কন্যার প্রতি ব্যভিচারের বিরুদ্ধে ন্যায় মেলে ) ।
“আশারামের” আজীবন জেল । বাকি দু’জনার ২০-২০ বছরের জেল ।
দশ হাজার কোটি টাকার (আশ্রম- ৪০০ ) সম্পত্তি ।
১৪-টা আই,পি, সি, ধারায় দোষী পায় । ৫৬- মাস কেস চলে ।
৪৪-সশক্ত সাক্ষী , ৩-সাক্ষীর হত্যা করা হয়, অনেককে আহত করে ।
৫- ঘন্টা ধরে বাদ প্রতিবাদ চলে, যোধপুর সেন্টাল জেলে কড়া পাহারায় অস্থায়ী কোটে বিচার শেষ হয় ।
সাভার > “রাজস্থান পত্রিকা” (ব্যাঙ্গালোর),- ২৬-০৪-২০১৮ ,