বৈজ্ঞানিক যুগ ,ঘরে বসে বিশ্বের খবর ,
সময়টা যুবাকাল মাতোয়ারা দিন
‘নিরো’র মত বসে অনন্ত বাজাই বীন ,
বয়ে যাক না অশনি সঙ্কেত, ঘনঘোর ।


মনের সাঁড়া, জাগরণে মাত্র- ষাঁড় চরিত্র ,
সৌন্দর্যে ধরা দেয় সামনে সার
ভোঁতা জ্ঞানে ভেবে বসি- ষাঁড় ,
অবাক ! দেখা হয় এ ধারা বহিছে সর্বত্র ।


চুলপাকা, দাঁত নড়া, সাঙ্গ হয় খেলার
মুখে ফোটা অজস্র জ্ঞান খৈ
বুদ্ধির ঢেঁকি আগে নড়ে কৈ ?
এখনো বুঝি না অর্থ-মানে, ষাঁড় বা সার ।


(২১-০১-২০২১)
ইতিহাসে আছে, যখন রোম জ্বলছিল তখন রোমের সম্রাট “নিরো” ভায়োলিন বাজাচ্ছিল ।