অগাধ কর্মে ভরমার জগৎ-
যেন বহমান নদীর খরস্রোত !
নানা বিচিত্র রূপে, কর্ম কত-
পালনে তৃপ্ত-অতৃপ্ত, অবিরত ৷

সমগ্র কার্য স্থিতি কমোবেশ -
মহত্ত্ব ধারণ, পরিস্থিতি পরিবেশ ,
কোনটা সহজ, সরল-সুখ-গতি -
বহুধা কঠোর- নির্মম,কষ্ট ভাতি ৷


সাথে জড়িত ব্যথা-কথা, আমরণ -
কতোরে করায় জীবনে স্মরণ  !
যে জনের পরোপকার, মুখ্য ধ্যেয় ,
সে যেন হেয়ালীর পাত্র, অপরিমেয় !
এ কাজে অসহ্য জ্বালা-যন্ত্রণা ,
তবু তৎপর  সে, নেশায় আনমনা !


এক মুমূর্ষু রুগীর, সেবার বেলা -
কাজটা পীড়াদায়ক, যাতনা মেলা ৷
ভুক্তোর মরমে স্থিতি সমাগত ,
পণ একনিষ্ঠ, সেবায় অবিরত ৷


করা, ধ্বংস-ক্ষতি, ক্ষণিক কাজ -
পীড়িত তদারক, নহে সহজ !
প্রমাণিত সেই অতীত কালে -
সিদ্ধার্থ হাসকে সেবিয়া তোলে ৷
তার ক্ষত সারিয়া মনের মত -
শেষে হংসের প্রাণ, বাঁচায় সত্য !
ন্যায্য বিচারে, দেবদত্ত হারে -
বুদ্ধদেব অমর ! ধরা পরে ৷


(ইং-৩০-০৭-২০১৭)