বয়সে পুত্র পঁচিশ, পিতার ষাট ,
এঁটে ওঠে না বাবা, বাজার ঘাট ।
ছেলের জোর, যৌবন গতর -
বাপের রাখে না অত খবর !


তাঁরে কথা কাজে দেয় খোঁটা -
হয় না তোমার সঠিক খাটা ,
বোধ-জ্ঞান শূন্য, যদিও অগাধ -
ভাল বোঝ তোমার সব সাধ !
কি করে চলে ঘর সংসার -
হয় না ঘামাতে মাথা তোমার !


কতোর বাবা, এটুকু বয়সে -
নয় সে কাতর মাত্র উপোষে ,
চড়ে মজায় ! চড়াই-উতরাই -
সারাক্ষণ করে না, খাই-খাই !


ভারী-ভারী বোঝা কাঁধে করে -
দিব্যি তারা ফেরে, নিজ ঘরে  ।
দেখি না তাদের পিঠ কুঁজো ,
তোমার মত এত,- অকেজো !
ঘরে বসে পোষে না বাত -
তারা ঘর্ম ফেলে খায় ভাত ।


(ইং-১২-০৬-২০১৮)