জনতায় উদয়ে আদর্শ শিক্ষা
কর্মযোগে হাতে কলমে নিয়ে সে দীক্ষা ;
যিনি হন সত্যিকারে প্রভু
তাঁকে হতে হয় সংযতবান ,লোভে-কাবু ।


কাজে নেতার দেখি উদয়
তাঁর কথাকাজ কক্ষনো শ্রদ্ধাভাজন নয় ।
শত সহস্রবার এ কথা বলা ,
দুর্নীতি দমনে শাসক আর করবে না হেলা ।


জনতার বরদানে নেতারূপ প্রভু ,
সে সেবায় প্রতিজ্ঞ, মনে রাখেনা কাজে কভু ;
জনতার আশা আগে হয় ক্ষীণ -
এ হেন প্রভুরে ভক্তি- দেশে আর কত দিন ?


(০২-০৭-২০২১)