দুধ মন্থনে ওঠে মাখন
সমাজ মন্থনে ভাগে গরল ,
স্থির জলে কীটাণুর প্রকোপ ;
যদিও থাকবে তারা বহুক্ষণ
রাস্তার হদিস আছে তা’ সরল ,
চাই মূঢ়তা দূরিতে দ্রোহ-বিক্ষোভ ।


বাংলার বুকে ঘটে আলোড়ন
দূরভিতে অজ্ঞানতা রাস্তা তরল ,
ত্যাগীরা যাতনা করেছেন ভোগ ;
এ কাজে অনেকের নেই যে মন
সে অঞ্চলে অজ্ঞতা এখনো অতল !
উচিত সংঘর্ষ, বিতাড়িতে দুর্যোগ ।


মূঢ়মতির তল ,অতিনিম্ন অতল -
হীন চৈতন্যে মেলে না, শুভহিত ,
চাই জ্ঞান, পেতে আলো-জ্যোতি
আলোড়নে দাবদাহ হৃদয়ে প্রবল ;
এক মাঘে তো যায় না- শীত !
নব জাগরণে, কৈ ঐক্য-মতি ?


(ইং-২৭-০৮-২০১৯)
হিন্দী শব্দ ভাগে > ভেগে যায় , পরাস্ত হয় ।