ছিল অত্যন্ত সুখে কৌরবগণ ,
নিজের কর্মদোষে হ’ল নিধন ।
ক্ষুদ্র ক্ষুদ্র অপগুণ- অবিচার –
তিলেতিলে ঘড়া ভরে হিংসার ,
একদা মহাবিষ্ফোট সমরাকার
সমূলে নির্বংশ হয়ে- ছারখার ।
কী পেল কৌরব যুদ্ধটা মান্যে ?
শেষ পরিণতি যে মহাশ্মশানে ।
শত্রুতায় কার বদলা কে নেয়
ভুগে ভুগে সবে যায় যমালয় !


কত সহস্র কাল জন শিক্ষায়
‘মহাভারত’ জ্ঞান দানে ধরায় ,
হল না- কোন সমীক্ষা যুদ্ধমূলে
সব শিক্ষা আজ জগৎ ভূলে ।
বার বার ওঠে রব নরসংহার -
এখনো ভীষণ যুদ্ধ লাগাতার !


পুনঃ, পুনাবৃত্তি তা’ দর্শনে হায় ,
ধর্মের বাড়াবাড়ি উগ্ররূপ তায় ।
ধর্ম এক হলে ,নিরাপদ কী তাই ?
অসতের পাপাচার- কোথায় নাই !


(ইং-১৬-০২-২০১৯) ।