অর্থকড়ি ধন-সম্পদ
মেধার কাছে কিছুই না -
জগৎ আশ্চর্য ! এই জ্ঞানটি  
মানুষ চায় ষোলআনা ।


গুণের জন্য শুদ্ধ বিচার
মনটিও হবে পবিত্র ,
দু’টোই এখন ক্ষয়িষ্ণুর পথে
আচরণে ঘুণ,-সর্বত্র ।


দ্বন্দ্বে, বিশ্বে চলে মারকাট
খাদ্যাভাবে দিন ,
জ্ঞানীর এ কোন মতি
ভাবনা যতো হীন ?


মানুষ মারার ফন্দি দেখ ,
ভরে আছে দুনিয়ায় ,
প্রকৃতির ধ্বংস, বলা যাবে না
যদিও রয় ভাবনায় ।


বোধ, দেহ-মনের রূপ- আয়না ;
বহু তা মানতে চায় না ,
বোধের ফলে চলে এ সংসার
মরে নি পুরোটা ভাবনা ।


(২৮-০৮-২০২২)