উত্থানে সবার,        মানবে অপার ,
          যেন চায় গবেষক ;
দিবা-নিশি ধায় ;       শুধু সাধনায় ,
         তুচ্ছ তাঁর তাপ-শোক ।    


নিজ স্বার্থ কর্ম ,       সংসারের ধর্ম ,
          শূন্য খবরাখবর ;
দেশ আর দেশ ,      ভাবনা অশেষ ,
          মনোপ্রাণ নিছাবর । *
  
শীত গ্রীষ্ম খরা ,      পার করে তাঁরা ,
          ধারণে নীতি অছাড় ;
বাড়া বায়ু বেগ ,      নভঃ ঢাকা মেঘ ,
          কম অনুভব তাঁর ।
  
অতি সঙ্গোপনে ,    ধ্যানে, গৃহ-কোণে ,
          প্রতিটি দিনের খেলা ;
নেই অভিমান ,          না যাচা সম্মান ,
           নিত্য কাটে তাঁর বেলা ।
  
সে পরোপকারে ,       বাঁচে প্রাণ ভরে ,
           স্বধর্মে পেতে বিজয় ;
সাক্ষাৎ দেবতা ,         পাই তাঁরে হেথা ,
           ত্যাগী প্রাণ অতিশয় !
  
(ইং-০৩-০৩-২০১৮)
*-হিন্দী শব্দ,- নিছাবর > ত্যাগ, উসৎর্গ, বলিদান ,