বিশ্ব হতে মুছে দিতে নাম দুঃখী-দীন -
যার ক্রান্তিকারী ধ্যেয়, কার্মব্যস্ততা প্রতিদিন -
পুঁজিবাদ সমূলে ধরা হতে উচ্ছেদে হীন ,
রাশিয়ার বুকে আসে,সেই ক্রান্তিবীর লেনিন !!


কি সে মহাপ্রাণ !তব উদার উদ্দীপ্ত প্রেরণা ,
না জানি তাহার অনন্ত সীমা আর মহিমা !
কি মহাত্যেজে বিরাজো একদা ধরায় ,
কি সে, মোহে মাতো কর্ম পরিচালোনায় ৷


বিশ্বে চালিত ছিল তো পথ আরো কত ,
দুর্যোগ, দুর্ভোগ ,পথে অগ্রসর হও অবিরত !
কত আর কত কঠিন পাষাণ ভেঙে-
নীতির নুতন পথ পৌঁছাতে জনে-জনে ,
অক্লান্ত শ্রম,দুঃসাহস আর ধৈর্য বলে -
কি সে কারণ ? তব মনন সঘন চলে !


জানিয়া সমাজবাদ নীতি শান্তির স্থির ধারা ,
তাই কী হীন পুঁজিবাদ নীতি অস্বীকার করা ?
দুঃসহ ক্ষুধা তেষ্টা সংযত আর আত্মসংবরণ ,
সর্বোপরি দেশহিত সাধিতে নবনীতি কর গ্রহন ৷
পাইয়া সম্যক জ্ঞান, শ্রেষ্ঠ সেই নীতি শিখে ,
মনঃ অন্তকরণে প্রগাঢ় রূপে নিলে মেখে ;
জয়িতে এ সক্ষম, সাম্যবাদ-সমতার নীতি ,
অগ্রাহ্য, যন্ত্রণাময় দুঃসাধ্য কঠোর পরিস্থিতি -
অগ্নি,বজ্র,হীমশীতল প্রান্তর ,কন্টকবন -
হাসি মুখে পরদুঃখে, সমস্ত করিলে গ্রহন !
ঘটালে অক্লান্ত দৃঢ় ক্রান্তি বলে, আবাদ ,
সেই চির আকাঙ্ক্ষিত নব নীতি, সাম্যবাদ !!


বৃথা যাবার নয় তব, এ অসীমত্যাগী প্রচেষ্টা -
তব নাম খোদিত রবে, হয়ে শ্রেষ্ঠের স্রেষ্ঠা ৷
তুমি বিতাড়িত করেছো সর্বহারার চিরভয় !
হে ক্রান্তিকারী বীর !তুমি যে অমর অক্ষয় ৷৷


(ইং-২০-০৪-২০১৭)
মহামানব লেনিনের জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ৷
(জন্মদিবস, ইং-২২-০৪-১৮৭০)