অহং,মানব জীবনের বড়ো অন্তরায়
অহংবোধ গোপন শত্রু সে পিছে ধায় ,
পূণ্যের সব সুফল নিঃস্ব করে- ছাই
আনন্দে নৃত্য করে সদা দেখি- তাই ।


বোধকে প্রোয়জনে করিবেই ধূমিল
অহং, বেজোড়- ধর্ম নয় ক্ষমাশীল ।
ভারী জগদ্দল পাথর বিকাশ হ্রাসে ;
সক্ষমে সংখ্যা কম, পরিত্রাণ নাশে ।
দম্ভ, ঈর্ষা, অহং, পরশ্রীকাতরাতা-
এরা ব্যাধি, মহাশত্রু, ডাকে হীনতা ।


(১৬-১২-২০২০)