পড়ে যদি ঘাড়ে, অঙ্গদের পা ,
নিষ্ফলা ফল, ইষ্টনাম জপা !
প্রথায় কট্টরতা বলে কথা
মাথা ঠোকাঠুকি সবই বৃথা !
পাথরে গড়া ,নীতির দেয়াল -
ভাঙা কঠিন ! করিও খেয়াল ৷


যদিও স্রোতে, নদীর দৃঢ়শিলা ,
ক্ষয়ে-ক্ষয়ে ছোট, অনেক মেলা ৷
ঝড়েও ভাঙে না সে নীতি প্রথা -
উঁচু যে চায় ,তার গর্বের মাথা !
স্বভাবে অনন্ত ,দাপিয়ে বেড়ায় -
আবার কখনো ফেঁসে, হাঁপায় !
কত যে খেয়েছে ,সময়ে গুঁতো ,
তবু বহিতে অনন্ত ! খোঁজে ছুঁতো ৷

এ যেন সৈরচারীর সেচ্ছা রাজপাট ,
চিরদিন চায় ,তার একক ঠাঁটবাট ৷
দেখে না নদীও করে পথ ত্যাগ ,
সে অঙ্গদ-পা, স্বভাব, অনুরাগ !!


(ইং-১১-১০-২০১৭)