বাজি-বাজনা খুব বাজে এবার ভোটে
ভেবেছিলাম অচিরে দুঃখ যাবে হটে ,
আদানুন খেয়ে তাই মাতি ভোট কালে-
এখন ভাবিয়া অসুখ, মাছি যায় গালে !


নেতার দুয়ারে দাবি কর্ম দাও এনে
সে নাচে ইচ্ছে করে ভরা আশ্বাসনে ,
হাতে ধরায় ঝুনঝুনা তালপাতার বাঁশী-
বলে,-তীর্থে ভ্রমণ করো গয়া ও কাশী ।


কাল-কাল করে তাঁরা ডাকে আকাল ,
ভিতরে ভিতরে ওঁরা বড়ো মালামাল !
গা সওয়া এসব কথা প্রতি ভোটকালে
স্বার্থে পরিপক্ক নেতা, তাঁর কর্ম চালে ।


(ইং-২৭-০৭-২০১৯)